বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চিতলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময়  

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

চিতলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময়  

উপজেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে কর্মরত সরকারি কর্মকর্তা এবং সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গন্যামান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এ মতবিনিময় সভায় ইউএনও নয়ন কুমার রাজবংশী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের এখন লেখাপড়ায় ফিরে যাওয়া উচিৎ। লেখাপড়া শিখে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস পরিবর্তনের ব্যাপারে জেলা প্রশাসনের কিছু করার নেই। চলমান লেখাপড়ায় অংশগ্রহণের জন্য সকলকে আহবান জানাই।’

বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোতালেব হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুল ইসলাম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার সুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার মো. সোহেল পারভেজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,  গণস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমল হোসেন প্রমুখ।   

টিএইচ